সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার এক্স পোস্টে জানিয়েছে, তারা মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের পরীক্ষা, পরিদর্শন এবং মাঠ প্রশিক্ষণ সম্পন্ন করার পর সিস্টেমটি উদ্বোধন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একটি চুক্তির আওতায় থাড ব্যাটারিটি কেনা হয়েছিল বলে জানা গেছে। যার মধ্যে অতিরিক্ত ছয়টি থাড ব্যাটারি, ৪৪টি লঞ্চার এবং ৩৬০টি ইন্টারসেপ্টর অন্তর্ভুক্ত ছিল।
মে মাসে আরব নিউজ জানিয়েছিলো, জেদ্দায় থাড সিস্টেমের জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি উপাদানের কাজ সম্পন্ন করেছে। একে প্রতিরক্ষা শিল্পকে স্থানীয়করণের জন্য সৌদির চলমান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সৌদি সামরিক বাহিনী এবং লকহিড মার্টিনের যৌথ প্রচেষ্টায় এই থাড সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
সূত্র: জেরুজালেম পোস্ট
বিডি প্রতিদিন/নাজমুল