২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আরও এক বছর বাকি। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। তবে তার অনেক আগেই আলোচনায় উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন জার্সি। কারণ, ফাঁস হয়ে গেছে তাদের ২০২৬ বিশ্বকাপের হোম কিটের প্রথম ছবি।
ফুটবল জার্সি নিয়ে নির্ভরযোগ্য তথ্য প্রকাশের জন্য খ্যাত ফুটি হেডলাইনস নামের একটি ওয়েবসাইট প্রথম এই জার্সির ছবি প্রকাশ করেছে। বহুবারই জাতীয় দল ও ক্লাবের জার্সি আগাম ফাঁস করার রেকর্ড রয়েছে এই সাইটের। এবার তাদের মাধ্যমেই ফুটবল ভক্তরা দেখতে পেলেন আর্জেন্টিনার পরবর্তী বিশ্বকাপের জন্য সম্ভাব্য জার্সি।
নতুন এই জার্সি দেখে বোঝা যাচ্ছে, ২০২২ সালের বিশ্বকাপজয়ী জার্সির স্টাইল অনুসরণ করেই বানানো হয়েছে এর ডিজাইন। ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল রঙের লম্বা স্ট্রাইপ ঠিক রাখা হয়েছে। তবে সেই পরিচিত স্ট্রাইপে এবার যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া—প্রতিটি নীল স্ট্রাইপে থাকছে গ্রেডিয়েন্ট শেডিং, যেখানে রঙ হালকা থেকে গাঢ়ে রূপান্তরিত হচ্ছে। এর ফলে পুরনো ঐতিহ্য বজায় রেখেই জার্সিটি আরও আধুনিক ও আকর্ষণীয় রূপ পেয়েছে।
জানা গেছে, জার্সিটির ডিজাইন তৈরি করা হয়েছে ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী জার্সি থেকে অনুপ্রেরণা নিয়ে। এই তিনটি ঐতিহাসিক কিটের উপাদানগুলো ধরে রেখে তাতে আধুনিক ডিজাইনের সংমিশ্রণ ঘটিয়েছে অ্যাডিডাস। এভাবে ফুটবল ঐতিহ্যের প্রতি সম্মান জানানো হয়েছে।
বিস্তারিত ডিজাইনে আরও দেখা গেছে, কাঁধের উপর অ্যাডিডাসের সেই তিনটি স্ট্রাইপ এবার এসেছে নীল রঙে। ২০২২ বিশ্বকাপে এগুলো ছিল কালো। এবার হাতার প্রান্তেও রয়েছে গাঢ় নীল রঙ, যেখানে আগেরবার ছিল কালো। এ ছাড়া জার্সির পেছনের দিকে রাখা হয়েছে হালকা ডিজাইন, যা আর্জেন্টিনার পতাকা ও জাতীয় প্রতীককে তুলে ধরে—এটা বিশ্বকাপে আর্জেন্টিনার উপস্থিতিকে আরও গর্বিতভাবে উপস্থাপন করবে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনার জার্সিতে এই গ্রেডিয়েন্ট স্টাইল একেবারে নতুন নয়। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সির ওপরের দিকে গাঢ় আকাশি রঙ থেকে নিচের দিকে হালকা হয়ে আসার একটি ধরণ ছিল। ২০১৮ সালের কিটেও স্ট্রাইপের মধ্যে এই ধরনের ফেডিং ডিজাইন দেখা গিয়েছিল, যদিও তা ছিল সীমিত।
বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই বিশেষ জার্সিটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। ২০২২ সালে বিশ্বকাপের ৫ মাস আগে, অর্থাৎ জুন মাসে জার্সি উন্মোচন করেছিল অ্যাডিডাস। তবে এবার আরও আগেই, ২০২৬ বিশ্বকাপের ৮ মাস আগে, অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরের শেষ দিকে আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে এই জার্সির। আর নভেম্বরের শুরুতেই বাজারে চলে আসবে এই জার্সি।
বিশ্বজুড়ে আর্জেন্টিনা ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে বড় এক উত্তেজনার নাম। শুধু একটি পোশাক নয়, এটি গর্ব, ইতিহাস আর ভালোবাসার প্রতীক। এখন দেখার বিষয়, এই নতুন জার্সিতে সজ্জিত হয়ে মেসির উত্তরসূরিরা কি আবারও বিশ্ব মঞ্চ কাঁপাতে পারবে?
বিডি প্রতিদিন/নাজমুল