কক্সবাজার জেলা কারাগারে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। কারা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে ২৪৮৪ জন কারাবন্দী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আম ও কাঁঠাল বিতরণ করা হয়।
কারাগারের সুপারিনটেনডেন্ট জাবেদ মেহেদি জানান, কারাগারে এক হাজার কেজি আম ও ১০০ পিস কাঁঠাল বিতরণ করা হয়েছে। কারাবন্দীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। মৌসুমি ফল পেয়ে তারা আনন্দিত হয়েছে। কারাগারের ভেতর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ফল বিতরণ অনুষ্ঠানে জেলার আবু মুছা, ডেপুটি জেলার নোবেল দেবসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বন্দীরা মধুমাসের মৌসুমি ফল পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল