নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভ্যার্ডভ্যান ও তেলের লরির মাঝখানে চাপা পড়ে আরাফাত (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাতের বাবা শাহজাহান বলেন, সন্তানসহ আমরা দুইজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি বাসে এসে চিটাগাং রোড এলাকায় নেমে যাই। তখন ছেলের হাত ধরে রেখেছি আমি। পরে আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পারাপারের সময় কাভ্যার্ডভ্যান ও তেলের লরির মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয় আরাফাত। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার দ্বিতা খণ্ড গ্রামে। তারা নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ভাড়া থাকতেন। আরাফাত আদমজী এলাকায় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ