পৃথিবীর অন্ধকারে যে মুখ দৃশ্যমান
তার মায়াবী নাম হতে পারে
পার্থিব সুখ অথবা নিমগ্ন বিভ্রম
আলো ও আঁধারে যে খুঁজে নেয়
লোমশ উষ্ণতার ছায়াঘেরা জমিন
হাতের লাঙ্গলে চিৎকার করে ওঠে
স্বপ্ন ও দুঃস্বপ্নের বিভৎস ছায়ালিপি
পৃথিবীর দ্বিচারিতা পূর্ণতা পেলে
গণনায় রূপান্তরিত হয় চন্দ্র-সূর্যময়
লুকোচুরি পাঠের মহাকাব্য
মানুষেরা দীর্ঘশ্বাস ফেলে রাতের বুকে
শরীর হাতড়িয়ে খুঁজে হয়রান সূর্যের ওম