নেটওয়ার্ক আছে কী নেই
আমরা কিন্তু ডুয়েল সিম।
দৃশ্যত আলাদা-
অথচ এক সেটে বন্দি,
অনেকগুলো প্যাকেজ
আমাদের
দুঃখ কষ্ট আনন্দ বেদনার।
দুনিয়া যে যা-ই বলুক
আমরা ডুয়েল সিম-
আমাদের এই অমীমাংসিত জীবনে।
নেটওয়ার্ক আছে কী নেই
আমরা কিন্তু ডুয়েল সিম।
দৃশ্যত আলাদা-
অথচ এক সেটে বন্দি,
অনেকগুলো প্যাকেজ
আমাদের
দুঃখ কষ্ট আনন্দ বেদনার।
দুনিয়া যে যা-ই বলুক
আমরা ডুয়েল সিম-
আমাদের এই অমীমাংসিত জীবনে।