এই মায়াপুরীতে পা ফেলেই
বুঝে গেলাম-
সমস্ত রঙিন স্বপ্নরা
এখানেই উল্টে পাল্টে সেজে বেড়ায়।
ছোট ভাই ইঞ্জিনিয়ার
শাহীন রেজা আবু হেনা রায়হানের
ওয়েভ ডিজিটাল সিস্টেমস,
২ নম্বর সড়ক-
আলাওল অ্যাভিনিউ
শাহজালাল অ্যাভিনিউ
আজমপুর বাজার
হাউস বিল্ডিং ওভার ব্রিজের গোড়ায়
খোকনের ভাসমান পত্রিকার দোকান।
সমান্তরাল রেললাইন-
কখনো রেললাইনের ওপারে।
৩ নম্বর সেক্টরের উত্তরা ডাকঘর
মাঝেমধ্যে ৪ নম্বর সেক্টরে-
কবি মোহাম্মদ রফিক স্যারের বাসায়,
এইভাবেই নাগরিক হয়ে উঠল
গ্রামছাড়া সহজ সরল ছেলেটি।