একলা হয়ে যায় সন্ধ্যা!
নিকশ কালো, নীরব আঁধার নামে
যেন চারপাশ ঘিরে,
আমার দুতলার ফ্ল্যাটের
মিউ মিউ কালো বেড়ালটার মতো!
আঁধারে বেড়ালের চোখ জ্বলতে দেখলে
আমার এখনো ছোটবেলার মতো
ভয় ভয় লাগে মনে!
বাবা নেই, মা নেই! ছোট একটি আদরের ভাইও নেই
ভালোবাসার প্রিয় ‘যে জন’ সেও আমাকে ছেড়ে চলে গেছে।
শোকে সন্ধ্যা মন্দ লাগে,
বিষণ্নতার দুপুর কষ্ট জাগায় বুকের ভিতর!
আলোর প্রতি চোখের পক্ষপাত-
এখন শুধু আলোই লাগে ভালো।
আলো আমাকে আগলে রাখ মায়ার বাঁধনে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        