আকাশের রঙ বদলায়,
দেখে দেখে অনুভব বদলায় চিত্তে।
সত্যের রঙ বদলায়,
পাল্টে গিয়ে নিমিষেই হয়ে যায় মিথ্যে!
মানুষের রঙ বদলায়-
যখন সে বারবার চায় শুধু জিততে।
 
                                                            আকাশের রঙ বদলায়,
দেখে দেখে অনুভব বদলায় চিত্তে।
সত্যের রঙ বদলায়,
পাল্টে গিয়ে নিমিষেই হয়ে যায় মিথ্যে!
মানুষের রঙ বদলায়-
যখন সে বারবার চায় শুধু জিততে।