বিষণ্ন দিনে সব যেন বিস্বাদময়, ঊষার আলো, দিনের সূর্য;
পড়ন্ত বিকেল, গোধূলিবেলা, সব কিছু আজ ছন্নছাড়া।
কার বিহনে আজ এ বৈধব্য? কার বিহনে এ অস্থিরতা?
নিদারুণ বীভৎস এই অভাব! নিদারুণ বীভৎস এ অপেক্ষা।
চারপাশে সহস্র জনস্রোত, অযুত কোলাহল কানে আসে
লক্ষ মানুষের বিমূর্ত আর্তনাদ, চলমান প্রতিবিম্বের মূর্ত ছায়া।
কোটি মানুষের সরব উপস্থিতি, সবকিছু আজ থমকে আছে;
ম্লান হয়ে গেছে একটি মানুষের অদৃশ্যতার কাছে।
তুমি নেই, সব কিছু শুধু শূন্যতায় ঘেরা, যেন কিছু নেই।
কি নিদারুণ বিষণ্নতা আমাকে ঘিরে! প্রণয়হীন আমি একা।
কি বিষণ্ন প্রতীক্ষা আজ! কি নিদারুণ অবিদ্যমানতা!
আমার শহরভর্তি কত্তো মানুষ; তবুও পরম আপন কেউ নেই।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        