তোমার চোখ থেকে যদি ঘোলাজল নামে
কান্নায়
তুমিও কি কেঁদেও সুখ পাবে
নদীরে চিনলেনা মানুষ
নিজেরেও দেখলেনা আয়নায়।
বুড়িগঙ্গা বুড়ি নয়রে-
তার যৌবন চলছিলো,
স্বচ্ছ জলেরে অস্বচ্ছ করল
কারা
আমরা আমরা-
জলেরে বিষে ধরলে
নদীও যে মরে যায়।
তোমার চোখ থেকে যদি ঘোলাজল নামে
কান্নায়
তুমিও কি কেঁদেও সুখ পাবে
নদীরে চিনলেনা মানুষ
নিজেরেও দেখলেনা আয়নায়।
বুড়িগঙ্গা বুড়ি নয়রে-
তার যৌবন চলছিলো,
স্বচ্ছ জলেরে অস্বচ্ছ করল
কারা
আমরা আমরা-
জলেরে বিষে ধরলে
নদীও যে মরে যায়।