পাহাড়ে উঠতে উঠতে বেসক্যাম্প
অক্সিজেনশূন্যতায় হড়কে যাওয়া পা...
মায়াবী রহস্যময় গুল্মলতা
দিনে দিনে ইরেজ হওয়া সম্পর্কগুলো
তুমুল ঝাঁকুনি দেয়
পাহাড় আলিঙ্গনে ডুবে যেতে যেতে
চূড়োয় ওঠার সংগ্রাম
শাটডাউন করে দেয়া গেমন্ত যৌবন
এক বেসক্যাম্প থেকে অন্য কোনো
বেসক্যাম্পে-