বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়
আশির দশক,
স্কুল কামাইয়ে নামকরা ছাত্র
মীর্জা আবু হেনা কায়সার।
ক্লাসে রোল নং ডাকেন বাংলা স্যার
একে একে সহপাঠীরা উত্তর দেয়
উপস্থিত স্যার,
বাজারের আরাগ রোডে-
নুরুর চালের দোকানে বই খাতা নিয়ে
লুকিয়ে কায়সার,
মনে মনে উত্তর দেয়
অনুপস্থিত স্যার।