স্নো-পাউডার যুগে-
কিশোরী থেকে যৌবনের দিকে
পা ফেলছিল শাপলার বয়স,
তখনো গাঁয়ে হারিকেনের আলোতে
সন্ধ্যারা মুগ্ধ হয়।
আধো গরম আধো শীত
এমন প্রকৃতি খেলায়-
জানালার পাশে গন্ধরাজ গাছেও
সাদা সাদা ফুলেরা হাসে,
স্নো-পাউডার মাখা মুখটা
হারিকেনের আলোয়
আজও আমার চোখে ভাসে।