ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫–২৬ মৌসুমের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মোনাকোতে। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন ফুটবল কিংবদন্তি ইব্রাহিমোভিচ ও কাকা।
৩৬ দলের এই প্রতিযোগিতা নতুন ফরম্যাটে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি দল খেলবে ৮টি ম্যাচ—চারটি নিজস্ব মাঠে, চারটি প্রতিপক্ষের মাঠে।
সবচেয়ে আলোচিত ছয় ইংলিশ ক্লাবের অংশগ্রহণ—ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম, নিউক্যাসল ইউনাইটেড— এবারের আসরকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
গত মৌসুমে মিউনিখে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ইতিহাস গড়ে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল। এবারও তারা ফেভারিট। তবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং ইংলিশ ক্লাবগুলো।
ড্র অনুযায়ী, রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই, মোনাকো-এর বিপক্ষে হোম ম্যাচে এবং লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি-এর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে। একইভাবে ম্যানসিটি, বায়ার্ন, লিভারপুল, পিএসজি, ইন্টার মিলান, চেলসি, বার্সেলোনা সহ অন্যান্য ক্লাবেরও প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।
এই ড্র-তে আলোচনায় উঠে এসেছে বড় ক্লাবগুলোর দ্বৈরথ—যেখানে বার্সেলোনা বনাম পিএসজি, রিয়াল মাদ্রিদ বনাম ম্যানসিটি, বায়ার্ন বনাম আর্সেনাল, চেলসি বনাম বার্সেলোনা-এর মতো হাইভোল্টেজ ম্যাচগুলো ফুটবল ভক্তদের জন্য বাড়তি রোমাঞ্চ যোগ করবে।
চ্যাম্পিয়নস লিগের ড্র একনজরে
পট ১ দলসমূহ
রিয়াল মাদ্রিদের ৮ প্রতিপক্ষ
- হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই, মোনাকো
- অ্যাওয়ে : লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি
ম্যানচেস্টার সিটির ৮ প্রতিপক্ষ
- হোম : বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, নাপোলি, গ্যালাতসারাই
- অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, বোডো/গ্লিম্ট, মোনাকো
বায়ার্ন মিউনিখের ৮ প্রতিপক্ষ
- হোম : চেলসি, ক্লাব ব্রুজ, স্পোর্টিং সিপি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
- অ্যাওয়ে : প্যারিস সেন্ট জার্মেই, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, পাফোস
লিভারপুলের ৮ প্রতিপক্ষ
- হোম : রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দোভেন, কারাবাখ
- অ্যাওয়ে : ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, গালাতাসারাই
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ৮ প্রতিপক্ষ
- হোম : বায়ার্ন মিউনিখ, আতালান্তা, টটেনহাম, নিউক্যাসল
- অ্যাওয়ে : বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, স্পোর্টিং সিপি, অ্যাথলেটিক ক্লাব
ইন্টার মিলানের ৮ প্রতিপক্ষ
- হোম : লিভারপুল, আর্সেনাল, স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি
- অ্যাওয়ে : বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ, আয়াক্স, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
চেলসির ৮ প্রতিপক্ষ
- হোম : বার্সেলোনা, বেনফিকা, আয়াক্স, পাফোস
- অ্যাওয়ে : বায়ার্ন মিউনিখ, আতালান্তা, নাপোলি, কারাবাখ
বরুশিয়া ডর্টমুন্ডের ৮ প্রতিপক্ষ
- হোম : ইন্টার মিলান, ভিয়ারিয়াল, বোডো/গ্লিম্ট, অ্যাথলেটিক ক্লাব
- অ্যাওয়ে : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহাম, কোপেনহেগেন
বার্সেলোনার ৮ প্রতিপক্ষ
- হোম : প্যারিস সেন্ট জার্মেই, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন
- অ্যাওয়ে : চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাগ, নিউক্যাসল
পট ২ দলসমূহ
আর্সেনালের ৮ প্রতিপক্ষ
- হোম : বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি
- অ্যাওয়ে : ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাগ, অ্যাথলেটিক ক্লাব
বায়ার লেভারকুসেনের ৮ প্রতিপক্ষ
- হোম : প্যারিস সেন্ট জার্মেই, ভিয়ারিয়াল, পিএসভি আইন্দোভেন, নিউক্যাসল
- অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, বেনফিকা, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন
অ্যাতলেতিকো মাদ্রিদের ৮ প্রতিপক্ষ
- হোম : ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বোডো/গ্লিম্ট, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
- অ্যাওয়ে : লিভারপুল, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, গ্যালাতসারাই
বেনফিকার ৮ প্রতিপক্ষ
- হোম : রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নাপোলি, কারাবাখ
- অ্যাওয়ে : চেলসি, জুভেন্টাস, আয়াক্স, নিউক্যাসল
আতালান্তার ৮ প্রতিপক্ষ
- হোম : চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাগ, অ্যাথলেটিক ক্লাব
- অ্যাওয়ে : প্যারিস সেন্ট জার্মেই, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
ভিলারিয়ালের ৮ প্রতিপক্ষ
- হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, আয়াক্স, কোপেনহেগেন
- অ্যাওয়ে : বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম, পাফোস
জুভেন্টাসের ৮ প্রতিপক্ষ
- হোম : বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, স্পোর্টিং সিপি, পাফোস
- অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ভিলারিয়াল, বোডো/গ্লিম্ট, মোনাকো
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ৮ প্রতিপক্ষ
- হোম : লিভারপুল, আতালান্তা, টটেনহাম, গ্যালাতসারাই
- অ্যাওয়ে : বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ, নাপোলি, কারাবাখ
ক্লাব ব্রুজের ৮ প্রতিপক্ষ
- হোম : বার্সেলোনা, আর্সেনাল, মার্সেই, মোনাকো
- অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, আতালান্তা, স্পোর্টিং সিপি, কাইরাত আলমাতি
পট ৩ দলসমূহ
টটেনহাম হটস্পারের ৮ প্রতিপক্ষ
- হোম : বরুশিয়া ডর্টমুন্ড, ভিলারিয়াল, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন
- অ্যাওয়ে : প্যারিস সেন্ট জার্মেই, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বোডো/গ্লিম্ট, মোনাকো
পিএসভি আইন্দোভেনের ৮ প্রতিপক্ষ
- হোম : বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, নাপোলি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
- অ্যাওয়ে : লিভারপুল, বায়ার লেভারকুসেন, অলিম্পিয়াকোস, নিউক্যাসল
আয়াক্সের ৮ প্রতিপক্ষ
- হোম : ইন্টার, বেনফিকা, অলিম্পিয়াকোস, গালাতাসারাই
- অ্যাওয়ে: চেলসি, ভিলারিয়াল, মার্সেই, কারাবাখ
নাপোলির ৮ প্রতিপক্ষ
- হোম : চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, স্পোর্টিং সিপি, কারাবাখ
- অ্যাওয়ে: ম্যানচেস্টার সিটি, বেনফিকা, পিএসভি আইন্দোভেন, কোপেনহেগেন
স্পোর্টিং সিপির ৮ প্রতিপক্ষ
- হোম : প্যারিস সেন্ট জার্মেই, ক্লাব ব্রুজ, মার্সেই, কাইরাত আলমাতি
- অ্যাওয়ে: বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, নাপোলি, অ্যাথলেটিক ক্লাব
অলিম্পিয়াকোসের ৮ প্রতিপক্ষ
- হোম : রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, পিএসভি আইন্দোভেন, পাফোস
- অ্যাওয়ে : বার্সেলোনা, আর্সেনাল, আয়াক্স, কাইরাত আলমাতি
স্লাভিয়া প্রাগের ৮ প্রতিপক্ষ
- হোম : বার্সেলোনা, আর্সেনাল, বোডো/গ্লিম্ট, অ্যাথলেটিক ক্লাব
- অ্যাওয়ে : ইন্টার, আতালান্তা, টটেনহাম, পাফোস
বোডো/গ্লিম্টের ৮ প্রতিপক্ষ
- হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহাম, মোনাকো
- অ্যাওয়ে : বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাগ, গালাতাসারাই
মার্সেইয়ের ৮ প্রতিপক্ষ
- হোম : লিভারপুল, আতালান্তা, আয়াক্স, নিউক্যাসল
- অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, স্পোর্টিং সিপি, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
পট ৪ দলসমূহ
কোপেনহেগেনের ৮ প্রতিপক্ষ
- হোম : বরুশিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, নাপোলি, কাইরাত আলমাতি
- অ্যাওয়ে : বার্সেলোনা, ভিলারিয়াল, টটেনহাম, কারাবাখ
মোনাকোর ৮ প্রতিপক্ষ
- হোম : ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, টটেনহাম, গ্যালাতসারাই
- অ্যাওয়ে : রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, বোডো/গ্লিম্ট, পাফোস
গালাতাসারাইয়ের ৮ প্রতিপক্ষ
- হোম : লিভারপুল, অ্যাতলেতিকো মাদ্রিদ, বোডো/গ্লিম্ট, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
- অ্যাওয়ে : ম্যানচেস্টার সিটি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আয়াক্স, মোনাকো
ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজের ৮ প্রতিপক্ষ
- হোম : ইন্টার, আতালান্তা, মার্সেই, নিউক্যাসল
- অ্যাওয়ে : বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দোভেন, গ্যালাতসারাই
কারাবাখের ৮ প্রতিপক্ষ
- হোম : চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, আয়াক্স, কোপেনহেগেন
- অ্যাওয়ে : লিভারপুল, বেনফিকা, নাপোলি, অ্যাথলেটিক ক্লাব
অ্যাথলেটিক ক্লাবের ৮ প্রতিপক্ষ
- হোম : প্যারিস সেন্ট জার্মেই, আর্সেনাল, স্পোর্টিং সিপি, কারাবাখ
- অ্যাওয়ে: বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, স্লাভিয়া প্রাগ, নিউক্যাসল
নিউক্যাসলের ৮ প্রতিপক্ষ
- হোম : বার্সেলোনা, বেনফিকা, পিএসভি আইন্দোভেন, অ্যাথলেটিক ক্লাব
- অ্যাওয়ে: প্যারিস সেন্ট জার্মেই, বায়ার লেভারকুসেন, মার্সেই, ইউনিয়ন সেইন্ট-জিলোয়াজ
পাফোসের ৮ প্রতিপক্ষ
- হোম : বায়ার্ন মিউনিখ, ভিলারিয়াল, স্লাভিয়া প্রাগ, মোনাকো
- অ্যাওয়ে : চেলসি, জুভেন্টাস, অলিম্পিয়াকোস, কাইরাত আলমাতি
কাইরাত আলমাতির ৮ প্রতিপক্ষ
- হোম : রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, পাফোস
- অ্যাওয়ে : ইন্টার, আর্সেনাল, স্পোর্টিং সিপি, কোপেনহেগেন।
বিডি প্রতিদিন/আশিক