কোটালীপাড়া উপজেলা কমপ্লেক্সে প্রতিদিন অসংখ্য সেবা প্রত্যাশী আসেন দূরদূরান্ত থেকে। ঝড় রোদ বৃষ্টিতে ভিজে অনেক সময় তারা আসেন। এতদিন ধরে উপজেলা পরিষদে তাদের বসার বা অবস্থান করার সুব্যবস্থা ছিল না।
সার্বিক বিষয় পর্যালোচনায় পরিষদের সিদ্ধান্ত ক্রমে আগত সেবা প্রত্যাশীদের বসার নির্ধারিত স্থান 'প্রত্যাশা' উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হয়।
পাশাপাশি উপজেলা চত্বের নান্দনিক বাগানেরও উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রকৌশলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসারসহ অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন