ভোট হয় দিনের বেলায়। দিনের আলোয়। কিন্তু এ দেশে রাতেও হয়েছে। দিনের ভোট আগের রাতে সম্পন্ন করা হয়েছে। রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে গোপনে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এই রাতের ভোটের উদগাতা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়। তার দল আওয়ামী লীগ এই নির্বাচন নিয়ন্ত্রণ করেছিল। শেখ হাসিনার প্রশাসন ও আওয়ামী লীগ যৌথভাবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পুরো নির্বাচনকে বিতর্কিত করে গেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ১ জুলাই ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন। সাবেক এই সিইসির অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সিইসির জবানবন্দিতে উঠে এসেছে, ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকলেও তার করার কিছু ছিল না। সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের মাধ্যমে পুরো নির্বাচনপ্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তৎকালীন শাসক দল আওয়ামী লীগ, নির্বাচনের সঙ্গে সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা এই ভোট কারচুপি ও অনিয়মের সঙ্গে জড়িত। আজ একে একে থলের বিড়াল বেরিয়ে আসছে। কেবল সিইসি একা নন, এই রাতের ভোটের সঙ্গে জড়িত নির্বাচন ভবনের তৎকালীন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারাও। তারা বিনা বাধায় ২০১৮ সালের নির্বাচনকে দূষিত ও বিতর্কিত করেছেন। তৎকালীন সরকার ও শাসক দলের এই দুষ্কর্মে প্রত্যক্ষ মদত ও সহায়তা করে গেছেন জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চাকরি হারানোর ভয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা ক্ষমতাসীন দলের চাপ ভিন্ন কথা, যারা টাকার বিনিময়ে বা নিজেদের রাজনৈতিক ও চাকরিজনিত উদ্দেশ্য হাসিল এবং অন্যায় সুবিধা ভোগ করতে ওই নির্বাচনে ন্যক্কারজনক ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিচারিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
শিরোনাম
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
- ভারত থেকে চাল আমদানি শুরু, বাজারে দাম কমার আশা
- প্রথম দিনে দু’টি নতুন জাতীয় রেকর্ড, দ্রুততম মানবী সুমাইয়া
- ঢাকা ওয়াসার আর্থিক বিবরণী ও হিসাব নিরীক্ষার জন্য কমিটি গঠন
নূরুল হুদার জবানবন্দি
রাতের ভোটের হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর