ভোট হয় দিনের বেলায়। দিনের আলোয়। কিন্তু এ দেশে রাতেও হয়েছে। দিনের ভোট আগের রাতে সম্পন্ন করা হয়েছে। রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে গোপনে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এই রাতের ভোটের উদগাতা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়। তার দল আওয়ামী লীগ এই নির্বাচন নিয়ন্ত্রণ করেছিল। শেখ হাসিনার প্রশাসন ও আওয়ামী লীগ যৌথভাবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পুরো নির্বাচনকে বিতর্কিত করে গেছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ১ জুলাই ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন। সাবেক এই সিইসির অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সিইসির জবানবন্দিতে উঠে এসেছে, ওই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকলেও তার করার কিছু ছিল না। সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের মাধ্যমে পুরো নির্বাচনপ্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। তৎকালীন শাসক দল আওয়ামী লীগ, নির্বাচনের সঙ্গে সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা এই ভোট কারচুপি ও অনিয়মের সঙ্গে জড়িত। আজ একে একে থলের বিড়াল বেরিয়ে আসছে। কেবল সিইসি একা নন, এই রাতের ভোটের সঙ্গে জড়িত নির্বাচন ভবনের তৎকালীন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারাও। তারা বিনা বাধায় ২০১৮ সালের নির্বাচনকে দূষিত ও বিতর্কিত করেছেন। তৎকালীন সরকার ও শাসক দলের এই দুষ্কর্মে প্রত্যক্ষ মদত ও সহায়তা করে গেছেন জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। চাকরি হারানোর ভয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা ক্ষমতাসীন দলের চাপ ভিন্ন কথা, যারা টাকার বিনিময়ে বা নিজেদের রাজনৈতিক ও চাকরিজনিত উদ্দেশ্য হাসিল এবং অন্যায় সুবিধা ভোগ করতে ওই নির্বাচনে ন্যক্কারজনক ভূমিকা রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিচারিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
শিরোনাম
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
- যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান
- বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
- ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা
- ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র ফেরানোর পথে প্রধান অন্তরায় : ডা. জাহিদ
- গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মা-বাবা ও ছেলেসহ নিহত ৪
- চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন
- কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- গণঅভ্যুত্থান দিবসে শরীয়তপুরে প্রতীকী ম্যারাথন
- বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স'র ভাইস প্রেসিডেন্টের
- ‘স্বৈরাচার উৎখাতে জুলাই যোদ্ধাদের প্রচেষ্টা ছিল শেষ না হওয়া ম্যারাথনের মতো’
- মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির
- চোরাই পথে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না : ডা. জাহিদ
- গর্ভে থাকা অবস্থায়ই বিক্রির চুক্তি, শিশু পাচারের ভয়ংকর চিত্র