অর্থনীতি রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার নিয়ন্তা। আর দেশের অর্থনীতির প্রাণভোমরার অবস্থানে ব্যাংকিং খাত। বাংলাদেশকে একসময় বলা হতো দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতি। সে দেশ এখন দুর্দশাগত অর্থনীতির প্রতিবিম্ব। অর্থনীতির প্রাণভোমরা ব্যাংকিং খাত এখন দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে। খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর নিরাপত্তা কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ হঠাৎ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৫২৬ কোটি টাকায়, যা ২০২৩ সালের তুলনায় ৫৯ শতাংশ বেশি। ঝুঁকিপূর্ণ ঋণ মোট ঋণের প্রায় ৪৫ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের প্রায় সমান। খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা; পুনঃ তফসিলকৃত ঋণ ৩ লাখ ৪৮ হাজার ৪৬১ কোটি টাকা ও অবলোপনকৃত ঋণের পরিমাণ ৬২ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪ সালের শেষে দেশের ব্যাংকগুলোর সিআরএআর ছিল ৩ দশমিক ০৮ শতাংশ। যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত পরিমাণের অর্ধেকের কম। বিপরীতে ভারতে এই হার ছিল ১৬ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কায় ১৮ দশমিক ৪ শতাংশ এবং পাকিস্তানের ২০ দশমিক ৬ শতাংশ। এমনকি তুলনামূলক ছোট অর্থনীতির দেশ নেপাল, ভুটান ও আফগানিস্তানেও তা ১০ শতাংশের ওপরে। আন্তর্জাতিক মানদণ্ডেও ন্যূনতম মূলধন সংরক্ষণের হার ১০ শতাংশ, এর সঙ্গে অতিরিক্ত আড়াই শতাংশ আপৎকালীন মূলধন বা সিসিবি রাখা জরুরি। খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির জন্য বাংলাদেশের ব্যাংকগুলো ব্যবসাসংশ্লিষ্ট উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছে না। বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংকঋণ নেওয়ার প্রবণতায় আগে থেকেই ঋণদানের সক্ষমতার ঘাটতি ছিল। খেলাপি ঋণ আকাশছোঁয়া অবস্থায় পৌঁছায় অনেক ব্যাংক অস্তিত্বের সংকটে পড়েছে। কোনো কোনো ব্যাংক গ্রাহকদের ১০ বা ২০ হাজার টাকা পরিশোধেও অক্ষমতা দেখাচ্ছে। ফলে জনমনে ব্যাংকিং খাত সম্পর্কে সন্দেহ-সংশয় দানা বেঁধে উঠেছে। মানুষ ব্যাংকে অর্থ রাখতে ভয় পাচ্ছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে জুতসই পথ বেছে নিতে হবে এখনই।
শিরোনাম
- কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টারে হামলা ও গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৭
- দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন-রাশিয়া শান্তি প্রক্রিয়ার অগ্রগতি স্পষ্ট হবে: ট্রাম্প
- হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৭
- বিশ্বের প্রথম নারী পারমাণবিক আইসব্রেকার ক্যাপ্টেন নিয়োগ দিল রাশিয়া
- দায়িত্ব নিয়েই সারওয়ার গেলেন ‘সাদাপাথরে’, চালালেন অভিযান
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় বাইকের ৩ আরোহী নিহত
- কিংসে আসছেন নতুন বিদেশি কোচ
- পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি
- আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেফতার
- রাজধানীতে বিশেষ অভিযানে এক দিনে গ্রেফতার ৬৫
- সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণায় নিষেধাজ্ঞা
- এবার পুতিনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক
- কেনেডিকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের আহ্বান মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের
- অনুপ্রবেশকারী প্রশ্নে শেখ হাসিনাকে দিয়ে অভিযান শুরুর দাবি ওয়াইসির
- তিস্তায় ভেসে এলো নবজাতকের মরদেহ
- ডাকসু নির্বাচনে প্রাথমিক বৈধ প্রার্থী ৪৬২ ও স্থগিত ৪৭
- টিসিবি'র পণ্য কিনতে দৌড়, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- ইইউ’তে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
- জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা : ভিপি আরিফুল্লাহ, জিএস মাজহার
- কবরস্থান রক্ষায় রেলকর্মীদের মানববন্ধন