অধিক ব্যবহারে কথারাও ক্লান্ত হয়
খোঁজে বিশ্রাম নতুবা
বদলে ফেলে বিবিধ বিন্যাস।
অবিন্যস্ত ফণা তুলে
তুমিও রয়েছো ঘিরে জীবনে আমার
প্রশ্নবোধক চিহ্ন হয়ে।
ক্লান্ত লাগে না?
বিরামচিহ্নের বিরতিহীন প্রলোভনে
কতদূর হেঁটে যাবে সোনালি হরিণ?
ভালোবাসা ভাসিয়েছে জলে
দূরে...তবু শীর্ষবিন্দু ছুঁয়ে
মায়ার আকাশ থেকে নেমে আসে চাঁদ
আলো নেই আলোকবর্ষ দূরে
খেলা করে অশরীরী চাঁদ।
আমি ও জীবনানন্দ
ধূসর অন্ধকার হাত ধরে বাঁচে
আমাদের প্রেমিকারা পাখিদের পার্লারে
ডানাকাটা পরী হয়ে নাচে।