ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন আল-কুদস ব্রিগেড ঘোষণা করেছে, তারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। গাজার সীমান্তবর্তী এই শহরে হামলার বিষয়টি ইসরায়েলি গণমাধ্যমও নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে সেদরোতের দিকে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে।
এদিকে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডও এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে ইসরায়েলি বসতি নির ইতঝাক ও মিভতাচিম-এর দিকে কিউ টোয়েন্টি ধরনের রকেট নিক্ষেপ করেছে। সেখানে ইসরায়েলি সামরিক যান মোতায়েন ছিল।
আজ আল-কুদস ব্রিগেড আরও জানায়, গাজা শহরের শুজাইয়ার হুদা স্কয়ার এলাকায় তারা একটি সমন্বিত হামলা চালিয়েছে। প্রথমে তারা একটি মাইনফিল্ড বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আঘাত হানে। এরপর সেনারা আশেপাশের ঘরে আশ্রয় নিলে তাদের উপর গাইডেড ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি-ফর্টিফিকেশন টিবিজি শেল নিক্ষেপ করা হয়।
পরে, ঘনিষ্ঠ সংঘর্ষে লিপ্ত হয়ে হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানো হয়। এতে ইসরায়েলি সেনাবাহিনীর নিহত ও আহত হওয়ার খবর জানায় আল-কুদস ব্রিগেড।
তারা আরও দাবি করেছে, খান ইউনিস এলাকায় নজরদারি চালানো অবস্থায় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন তারা আটক করেছে।
এদিকে আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, মঙ্গলবার তারা খান ইউনিসের আল-জান্না এলাকায় ইসরায়েলি বাহিনীর সরবরাহ রুটে একটি মাইন বিস্ফোরণ ঘটিয়ে একটি মার্কাভা ট্যাংককে লক্ষ্যবস্তু করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল