কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণকাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চুক্তিভিত্তিক রাজমিস্ত্রি মোস্তফা (৫৫)–কে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১–এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন– মোস্তাকিম হোসেন নাইম (২০) এবং আহমাদুল্লাহ ওরফে বাবু। তারা দুজনেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
গত ২৮ জুন রাতে কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এক নির্মাণাধীন ভবনে চুক্তিভিত্তিক কাজ করছিলেন রাজমিস্ত্রি মোস্তফা। কাজ শেষে পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ওই দুই সহযোগী মোস্তফার হাত-পা বেঁধে রড দিয়ে তার বাম চোখে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি নিস্তেজ হয়ে পড়েন।
পরবর্তীতে গামছা দিয়ে মোস্তফার চোখ-মুখ বেঁধে তার ওপর আরও নির্যাতন চালানো হয়। স্কচটেপ দিয়ে মুখ পেঁচিয়ে দেওয়ার পর অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
খুনের ঘটনার পর মোস্তফার স্ত্রী বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২ জুলাই র্যাব-১১ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে বাগেরহাট জেলার মোংলা ইপিজেড এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।
তারা র্যাবের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। গ্রেপ্তারকৃত দুই আসামিকে কুমিল্লার তিতাস থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/আশিক