নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর রতন হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুছকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের পাঁচগাছির আরাজী কদমতলা এলাকা থেকে র্যাব-১১ ও ১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ অধিনায়ক (সিও) লে. কর্নের এইচ এম সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান। গত ১৭ জুন সকালে নিহত রতন (৩৮) এর লাশ সাদিপুর ইউনিয়নের ওলামা নগর এলাকা থেকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ইয়ানুছ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুগড়াকুল এলাকার মৃত নবুর মিয়ার ছেলে। এর আগে হত্যার পরদিন ১৮ জুন ঘটনার সঙ্গে জড়িত ইসমাইল প্রধান ও ওসমান গণি নামের দুই জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে রতন হত্যাকান্ডে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুছকে র্যাব থানায় হস্তান্তর করেছেন। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ