জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরসরকার পতনের পর, নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায় রাষ্ট্র পুনর্গঠন। নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেখানে বিশেষ প্রাধান্য পায় সংস্কার, বিচার এবং নির্বাচন। বিভিন্ন খাত সংস্কারে গঠিত কমিশনগুলো যার যার কাজ করে যাচ্ছিল। তবু এ নিয়ে রাজনৈতিক মহল থেকে মুহুর্মুহু তাগিদ দেওয়া হচ্ছে। কেউ বলছে আগে সংস্কার, বিচার, তারপর অন্য কিছু। কারও বা ভিন্নমত। এ পরিপ্রেক্ষিতে একটা পদক্ষেপের ফলাফল প্রকাশ পেল বুধবার। শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় তার দণ্ড হলো। এ মামলার অন্য আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দকেও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কয়েক মাস আগে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিছি’ এমন একটা অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওর বক্তব্য শেখ হাসিনারই উল্লেখ করে তাঁর ও শাকিল আকন্দের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় চূড়ান্ত শুনানি শেষে ওই রায় ঘোষণা করা হলো। যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ গ্রেপ্তার করবে, তখন থেকে সাজা কার্যকর হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, গুলি চালিয়ে হত্যা, নির্যাতন-নিপীড়নসহ বিভিন্ন অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে গত ফেব্রুয়ারির মধ্যেই আড়াই শর বেশি মামলা হয় দেশের বিভিন্ন থানায়। পরে আরও মামলা হয়েছে। তার মধ্যে ২১৩টা ছিল হত্যা মামলা। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে গুম-খুন-গণহত্যার অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে এগুলোরও বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় ঘোষিত হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের এ রায় দেশের বিচার বিভাগের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে এবং নতুন করে সাক্ষ্য দেবে যে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ থেকে শিক্ষা নিতে হবে আজ এবং আগামীর সব রাষ্ট্রনায়ক, রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বসাধারণকে। যদিও ইতিহাসের শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তবু আমরা আশাবাদী হতে চাই। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে সর্ব ক্ষেত্রে এটা বারবার প্রমাণিত হোক যে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনই রাষ্ট্রের কর্তব্য। এ সরকার সে ব্যাপারে নিশ্চয় সচেতন। এবং প্রকৃতই কেউ আইনের ঊর্ধ্বে নয়।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
শেখ হাসিনার কারাদণ্ড
সবার জন্য শিক্ষণীয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর