জুলাই সনদ নিয়ে ঐক্যের আবহে অনৈক্য মাথা চাড়া দিয়ে উঠছে। ঐকমত্য কমিশন তাদের প্রস্তুত করা প্রস্তাব সব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগও দিনদিন জোরদার হয়ে উঠছে। এর ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের অর্ধশতাধিক বৈঠক শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রসব করতে পারে, এমন আশঙ্কাও জোরদার হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গনে। ঐকমত্য কমিশনের আলোচনা সচল থাকলেও তাতে রাজনৈতিক দলগুলোর আগ্রহ ক্রমান্বয়ে কমছে। শুরুতে নির্ধারিত সময়ে সবাই সংলাপে অংশ নিলেও এখন কেউ আসছেন দেরিতে, আবার কেউ হাজিরা দিয়েই ছুটছেন বাইরে। ৩০টি রাজনৈতিক দল এই কমিশনের সংলাপে অংশ নিলেও মূলত তিন থেকে চারটি দলের মতের ওপরই আলোকপাত হচ্ছে। বলতে গেলে প্রায় সবাই তাকিয়ে রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপির ঐকমত্যের ওপর। কিন্তু মূল কয়েকটি ইস্যুতে তাদের মতপার্থক্য আকাশপাতাল। শেষ কয়েকটি বৈঠকে ‘চাপ’ আর ‘বাধ্য’-এই দুটি শব্দ উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি। তাই শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে গুরুত্ব দেওয়া হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। পরিস্থিতি আঁচ করতে পেরে ‘জুলাই সনদ’-এর অপেক্ষা না করে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক বলেছেন, অভ্যুত্থান ছাত্র-জনতা করেছে। এ ঘোষণাপত্র ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সারা দেশের মানুষের আকাক্সক্ষা ও প্রত্যাশা অনুযায়ী প্রণয়ন ও ঘোষণা করা হবে। সব মিলিয়ে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতির দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ অব্যাহত থাকলেও কোনো অগ্রগতি নেই বললেই চলে। ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে যে বিষয়ভিত্তিক আলোচনা করছে, সেখানেও সাফল্য আহামরি কিছু নয়। এ পর্যন্ত সাত দিনে ৯ বিষয়ে আলোচনা হলেও ঐকমত্য হয়েছে মাত্র দুটি বিষয়ে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনায় ঐক্যের বদলে মতদ্বৈধতার চিত্রই দিনদিন স্পষ্ট হচ্ছে। মতদ্বৈধতার অবসানে অমীমাংসিত বিষয়গুলো ছেড়ে দেওয়া উচিত জনগণের হাতে। নির্বাচিত সরকারের মাধ্যমে সেসব বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটিই হবে উত্তম।
শিরোনাম
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
জুলাই সনদ
জনগণের ওপর ভরসা রাখুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর