‘ছোট হয়ে আসছে পৃথিবী’। একসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞাপনে জনপ্রিয় স্লোগান ছিল এটা। রেডিও-টিভিতে প্রচারিত এ বিজ্ঞাপনের বক্তব্য ছিল-বিশ্বব্যাপী ফ্লাইট-পরিষেবা সম্প্রসারণে যাত্রীদের কাছে সব গন্তব্য সহজ করে তুলছিল বিমান। দূরকে টেনে আনছিল কাছে। মনে হতো, পৃথিবী যেন সত্যিই ছোট হয়ে আসছে। সেটা ছিল ইতিবাচক। কিন্তু বর্তমান বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। ভিসা জটিলতা আমাদের সামনে যেন বাধার এক উঁচু দেয়াল হয়ে দাঁড়াতে চলেছে। হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে বিশ্ব। বাংলাদেশের পাসপোর্টের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের দরজা। ছোট ছোট দেশও অনলাইন ভিসা বন্ধ করে দিয়েছে। ভিসা দিতে দীর্ঘসূত্রতায় ফেলছে অনেক দেশ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোও দিতে চায় না ট্যুরিস্ট ভিসা। বাড়তি কড়াকড়ি চলছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ায়, বাংলাদেশিরা ঘুরতে ও চিকিৎসার জন্য সবচেয়ে বেশি যাচ্ছিল থাইল্যান্ড। সেই দেশটিও ভিসা দেওয়ার ক্ষেত্রে চরিত্র পাল্টেছে। তারাও হরহামেশাই বাতিল করছে ভিসা আবেদন। এমনকি যুক্তরাষ্ট্র, কানাডা, সেনজেন দেশ ভ্রমণকারীদের আবেদনও বাতিল হয়ে যাচ্ছে আকসার। ভিসা পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বাংলাদেশিদের আরেক জনপ্রিয় গন্তব্য দুবাই কিছুদিন ভিসা বন্ধই রেখেছিল। এখন সীমিত আকারে চালু করলেও তাতে ভ্রমণপ্রিয়দের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এ সময় বাংলাদেশের জন্য আগ্রহের একটা জায়গা উজবেকিস্তান হঠাৎ ইলেকট্রনিক ভিসা ইস্যুর তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। এভাবে একটা একটা করে বিভিন্ন দেশের দরজা পেরোনো দুরূহ হয়ে পড়ায় দেশের বহির্গামী পর্যটন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের মতে, এ ক্ষেত্রে আমাদেরও কিছু দায় আছে। দেশে যেসব প্রতিষ্ঠান পর্যটন পরিচালনা ও জনশক্তি রপ্তানি প্রক্রিয়াকরণ খাতে কাজ করে, তারা যথাযথ নিয়মনীতি না মেনে চলায় এবং কিছু ক্ষেত্রে গর্হিত অপরাধে জড়ানোয় এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে তাদের সৎ, নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হতে হবে। এসব প্রতিষ্ঠান তদারকির কর্তৃপক্ষকেও নিয়মিত নিবিড় মনিটরিং চালাতে হবে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ সার্বিকভাবে বিষয়টির সঙ্গে দেশের মর্যাদা জড়িত। ভিসা ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে মূল ভূমিকাটা নিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। চৌকশ কূটনৈতিক পদক্ষেপই এ ক্ষেত্রে কার্যকর সমাধান বয়ে আনতে পারে। এটা তাদেরই কাজ। আশা করি দ্রুতই তারা সব জট-জটিলতা খোলার উদ্যোগ নেবেন।
শিরোনাম
- ছাত্রদলের নতুন কর্মসূচি
- যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি না হওয়ায় নিজেকে জ্বালিয়ে দিলেন ছাত্রী
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
- কলাপাড়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের, কৃষকরা পড়েছেন সংকটে
- জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : আমীর খসরু
- সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
- আইএমইআই পাল্টে দেশ-বিদেশে মোবাইল পাচার, চট্টগ্রামে গ্রেপ্তার ৫
ভিসা জটিলতা
কূটনৈতিক পদক্ষেপে সব দরজা খুলুক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর