বাংলাদেশের স্বাস্থ্য খাত ছিল দুনিয়াজুড়ে প্রশংসিত। স্বাধীনতার পর আমাদের সংবিধানে জনগণের মৌলিক চাহিদা পূরণে অন্ন, বস্ত্র, শিক্ষার পাশাপাশি চিকিৎসাকে অন্যতম মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার পর থেকে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, শত সীমাবদ্ধতা নিয়ে স্বাস্থ্য খাতের পরিচর্যায় অবদান রেখেছে। মুক্তিযুদ্ধের পর আক্ষরিক অর্থে শূন্য হাতে যারা সরকার গঠন করেছিলেন, তারাও এ ব্যাপারে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। আর এ কারণেই বাংলাদেশের মানুষের গড় আয়ু ৫৪ বছরে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রসূতি ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই সেরা। বিশ্বের চতুর্থ অর্থনীতি ভারতও এ ক্ষেত্রে পিছিয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সৎ ও সুশীলদের নিয়ে গড়া অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য সুরক্ষার খাত উপেক্ষিত হচ্ছে। দেশের ৪ কোটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রতি বছর দুইবার করে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়াত সরকার। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হতো। বরাদ্দ না থাকায় ওষুধসংকটে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না। জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি র্যাবিশ টিকাও বন্ধ রয়েছে ওষুধসংকটে। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ৩৮টি স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি অপারেশনাল প্ল্যানের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করত সরকার। কিন্তু হঠাৎ করে বরাদ্দের অভাবে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যসেবা। বরাদ্দের অভাবে এ বছর শিশুদের জন্য কৃমিনাশক ৮ কোটি টাকার ওষুধ কেনা হয়নি। সর্বশেষ গত বছরের এপ্রিল-মে মাসে সারা দেশের শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। এক বছর পার হলেও এ কার্যক্রম এগিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেই। জলাতঙ্ক প্রতিরোধক ওষুধ সামান্য কেনা হলেও তা চাহিদার তুলনায় কম। বিপুল অর্থ উৎকোচ দিয়েই কেবল জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে। অনেক সময়ে উৎকোচ দিয়েও মিলছে না ভ্যাকসিন। ফলে জলাতঙ্কের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে স্বাভাবিক নিয়মে। জনস্বার্থে স্বাস্থ্য সুরক্ষার ভ্যাকসিন ক্রয়ে সরকারকে যত্নবান হতে হবে। অপ্রয়োজনীয় খাতের উদ্ভব না ঘটিয়ে স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া জরুরি।
শিরোনাম
- রাজধানীতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত
- রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা, দুইজন আটক
- ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
- সমুদ্রের বাতাসে লুকিয়ে আছে দীর্ঘ জীবনের রহস্য: গবেষণা
- আগস্টের মাসসেরা হওয়ার দৌড়ে তিন পেসারের লড়াই
- গাইবান্ধায় ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
- মেধাবীদের বিশ্বমণ্ডলে তুলে ধরতে : প্রধান উপদেষ্টা
- ডাকসু নির্বাচনে ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপি
- আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- শ্রীপুরে র্যাবের গাড়ি আটক করে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৪
- নেপালে ‘জেন-জি’ আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
- হরতাল-অবরোধে অচল মোংলা বন্দরসহ বাগেরহাট
- আইসিসিতে রদ্রিগো দুতের্তের শুনানি স্থগিত
- যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপ পেলেন ২২ বাংলাদেশি
- ফেনীতে আর্সেনিকমুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
- কুয়াকাটায় যুবদল নেতাকে চেষ্টার অন্যতম আসামি গ্রেফতার
- গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে ৯ পদক্ষেপ স্পেনের প্রধানমন্ত্রীর
- কাঠমান্ডুতে অস্থিরতায় বাংলাদেশ-নেপাল ম্যাচ বাতিল
- কুবি শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ড; আটক করা হলো কবিরাজকে