রাজনৈতিক সরকারের আমলে রাজনীতির পাশাপাশি দেশের ব্যবসাবাণিজ্যও গুরুত্ব পেয়েছে। দেশের উন্নয়নে এবং সাধারণ মানুষের কর্মসংস্থানে যাতে অচলাবস্থা সৃষ্টি না হয়, সে বিষয়ে কড়া নজর রাখা হয়েছে। এর সুফল হিসেবে নব্বই-পরবর্তী প্রতিটি রাজনৈতিক সরকারের আমলে দেশ এগিয়েছে দ্রুতলয়ে। জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের সঙ্গে পাল্লা দেওয়া শুধু নয়, শীর্ষ অবস্থানে থাকারও কৃতিত্ব অর্জিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাজ সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই সঙ্গে দেশের মানুষের জীবনজীবিকার স্বার্থে ব্যবসায়ের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ও সুনীতির অভাব বিরাজ করছিল বিগত ১৬ বছরে তা নিরসন করা। কিন্তু অন্তর্বর্র্তী সরকারের ১১ মাস যখন অতিক্রান্ত হতে চলেছে, তখন দুই ক্ষেত্রেই তাদের সাফল্য প্রশ্নবিদ্ধ। নির্বাচন প্রশ্নে অযথা বিতর্কে উৎসাহ জোগানো ও বাস্তবতাবিবর্জিত চিন্তাভাবনার কারণে সরকারের প্রতিশ্রুত সময়ের মধ্যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি না, জনমনে সংশয় দেখা দিয়েছে। করোনাকালে বাংলাদেশ প্রবৃদ্ধির ক্ষেত্রে সারা বিশ্বকে পেছনে ফেললেও সে ক্ষেত্রে দেশ এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এনবিআরে শাটডাউনের কারণে ব্যবসাবাণিজ্যে চলছে অচলাবস্থা। শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা দুঃখ-ক্ষোভে সংবাদ সম্মেলন করে সাফ সাফ বলে দিয়েছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে তাঁদের। এনবিআরের আন্দোলনে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়লেও সরকারের সেদিকে মাথাব্যথা আছে বলে মনে হয় না। দেখে-শুনে মনে হয় না দায়বোধসম্পন্ন কোনো সরকার আছে দেশে। দিনে যে ক্ষেত্রে ২ হাজার ৬০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে, সে ক্ষেত্রে শাটডাউন পরিস্থিতির সমাধানের বদলে কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন থাকা কোনো সুখবর নয়। এ অবস্থা চলতে থাকলে বিদেশি ক্রেতাদের আস্থা শূন্যে গিয়ে ঠেকবে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় স্থান ভারতসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের হাতে চলে যাবে। আমরা এ কলামে প্রথম থেকেই বলে আসছি নিজেদের সুনামের স্বার্থেই অন্তর্বর্তী সরকারের উচিত ব্যবসাবান্ধব পথে হাঁটা। এ ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা পতিত কর্তৃত্ববাদী সরকারের প্রতি জনসহানুভূতি সৃষ্টি করছে কি না, সময় থাকতে ভাবতে হবে। এনবিআরের অচলাবস্থা নিরসনে নিতে হবে যুক্তিগ্রাহ্য পদক্ষেপ।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা