এক দেশে ছিল এক ভয়ংকর দৈত্য। তবে সে ভয়ংকর ছিল না, বরং ভয় পেয়েই সবসময় জঙ্গলের গুহায় লুকিয়ে থাকত। তার নাম ছিল গুমগুম দৈত্য। কিন্তু একটা সময় সে কেমন করে যেন সবকিছু ভুলে গেল-সে কে, কোথা থেকে এসেছে, এমনকি তার ভয় পাওয়ার কারণও। তাই সবাই তাকে বলতে লাগল, ‘ভুলে যাওয়া দৈত্য’।
অন্যদিকে, সেই জঙ্গলের এক পাশে ছিল তিনটি মজার আর মেধাবী পাখির বাস-টুকটুক, ঝুমঝুম আর চুপচুপ। টুকটুক ছিল সবচেয়ে সাহসী, ঝুমঝুম সবচেয়ে মিষ্টি গায়িকা, আর চুপচুপ ছিল সবসময় ভাবনায় ডুবে থাকা পাখি।
এক দিন সকালে তারা তিনজনে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। হঠাৎই তারা গুমগুম দৈত্যের গুহার পাশে এক গাছের ডালে বসতেই শুনতে পেল, ভিতর থেকে কেউ কাঁদছে।
ঝুমঝুম বলল, ‘চল না দেখি, কে কাঁদছে!’
টুকটুক বলল, ‘ভয়ংকর কিছু হতে পারে, সাবধান!’
কিন্তু চুপচুপ বলল, ‘ভয় পেয়ে কিছুই জানব না। জানতে হলে এগোতেই হবে।’
তারা ধীরে ধীরে গুহার কাছে গিয়ে ডাকল,
‘আরে! আপনি কে?’
গুহা থেকে এক বিশালাকার মাথা বের হলো, চোখে জল, গলায় কাঁপুনি,
‘আমি.. আমি.. মনে নেই কে আমি!’
তিন পাখি তখন মিলে তাকে প্রশ্ন করতে লাগল-‘তোমার পরিবার কোথায়?, তুমি কী করতে পার? এবং তুমি কিসে ভয় পাও?’
কিন্তু গুমগুম কিছুই মনে করতে পারল না। সে শুধু বলল,
‘আমি জানি না আমি কে, কিন্তু আমার মনে হয় আমি একা থাকতে ভয় পাই।’
তিন পাখি চিন্তায় পড়ে গেল। তারা বুঝল, এই দৈত্য ভয়ংকর নয়, বরং সে নিজের পরিচয় হারিয়ে ভীত আর দিশেহারা।
চুপচুপ বলল, ‘আমরা তাকে নতুন করে স্মৃতি বানাতে সাহায্য করতে পারি!’
ঝুমঝুম গাইল এক কোমল গান- ‘ভুলে যাওয়া মনে যদি ভালোবাসা দাও! বন্ধু পাবে, আশা পাবে, নতুন পথও চাও।’
গান শুনে গুমগুমের চোখে জল এলো। সে প্রথমবার হেসে বলল, ‘তোমরা কি আমার বন্ধু হতে চাও?’
টুকটুক বলল, ‘শুধু বন্ধু না, আমরা তোমার নতুন পরিবার!’
এরপর তিন পাখি প্রতিদিন গুমগুমকে নিয়ে খেলতে লাগল, গান গাইত, ছবি আঁকত, তাকে গল্প শোনাত। ধীরে ধীরে গুমগুমের চোখে জ্বলজ্বলে আলো ফিরে এলো। সে মনে করতে পারল, এক দিন ঝড়ের রাতে তার স্মৃতি হারিয়ে গিয়েছিল, আর তখন থেকেই সে নিজেকে ভুলে গিয়ে ভয়ে লুকিয়ে ছিল। তিন পাখির ভালোবাসা আর সাহচর্যে সে আবার হয়ে উঠল আনন্দের দৈত্য। গুমগুম তখন তার গুহা থেকে বেরিয়ে এলো, বনজুড়ে হাসিমুখে ঘুরে বেড়াতে লাগল। জঙ্গলের সবাই তাকে স্বাগত জানাল, কারণ সে আর ভয়ংকর ছিল না-সে ছিল তিন পাখির ‘ভুলে যাওয়া’ থেকে ফিরে পাওয়া বন্ধু।
একদিন গুমগুম নিজেই এক বিশাল পাখির বাসা বানিয়ে তিন বন্ধুকে উপহার দিল। আর বলল, ‘তোমরা শুধু পাখি না, তোমরাই আমার হৃদয়ের ডানা!’
তারপর থেকে জঙ্গলে কেউ একা থাকত না, কেউ ভয় পেত না। আর সেই গুমগুম দৈত্য? সে এখন ‘ভুলে যাওয়া দৈত্য’ না-সে এখন ‘ভুলে না-যাওয়া বন্ধু’।