ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আকমল খাঁ (৬০) নামের এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার খুলুমবাড়িয়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত আকমল খাঁ রাজবাড়ীর পাংশা উপজেলার কেয়াগ্রামের মৃত ইয়াসমিন খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মামা আকমল খাঁ তার বোনের পাওয়া জমিজমা বুঝে দিচ্ছিল না এবং আজ দেব কাল দেব বলে দিনের পর দিন ঘুরাতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার বিকালে মামা আকমল খুলুমবাড়ি বাজারে আসলে ভাগ্নে ইউনুস আলীর সাথে দেখা হয়। সেসময় দুজনেই মামা-ভাগ্নে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। ওই সময় প্রকাশ্যে ভাগ্নে ইউনূস আলী তার মামা আকমলের গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
এ তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম