গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল বিভাগে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১১ মাসে বরিশাল বিভাগে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে আরো ৮০ জন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া দুই রোগী হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার হেলেনা বেগম (৫১) ও ভোলা সদর উপজেলার দিঘলদি এলাকার মো. মোশারেফ (৩৫)। হেলেনা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও মোশারফ ভোলা আড়াইশ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজসহ সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছয় হাজার ৬৬৮ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০৭ জন রোগী।
বিডি-প্রতিদিন/শআ