অনলাইন রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রশিক্ষণে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ কথা জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহজ ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার পক্ষ থেকে ই-রিটার্ন ট্রেইনিংয়ের আয়োজন করা হয়েছে।
ওই ট্রেইনিংয়ে অংশগ্রহণ করতে আগ্রহী সম্মানিত করদাতা এবং স্টেকহোল্ডারদের এনলিস্টমেন্টের জন্য নিম্মোক্ত লিংকে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। লিংকটি হলো—https://nbr.gov.bd/form/e-return-training/eng।
এই লিংকে প্রবেশ করে করদাতা নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ দিতে হবে। এরপর সাবমিট করতে হবে। পরে এনবিআর থেকে ই-মেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এ বছর সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। দেশের প্রায় ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ