মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
শারীরিক শিক্ষা

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

সুধীর বরণ মাঝি, শিক্ষক, ড. মালিকা কলেজ, ধানমণ্ডি, ঢাকা

১.   কোন বস্তুর ওপর প্রযুক্ত বল ও  তার প্রভাব সম্পর্কিত আলোচনাকে কী বলে?

     ক. বস্তুবিদ্য          খ. বলবিদ্যা          গ. গতিবিদ্যা     ঘ. জীববিদ্যা

২.   মানসিক সুস্থতা কিসের ওপর নির্ভর করে?

     ক. শারীরিক সুস্থতার ওপর         খ. সম্পত্তির ওপর

     গ. অর্থের ওপর            ঘ. পরিস্কার পরিচ্ছন্নতার ওপর

৩.   কঠিন কাজকে সহজ করার হাতিয়ার কোনটি?

     ক. শারীরিক শক্তি  খ. মানসিক  শক্তি  গ. আর্থিক শক্তি ঘ. ভালো পরিবেশ

৪.   ডারউইনের মতে মনুষ্য আকৃতির পূর্ণতা প্রাপ্তির দ্বিতীয় ধাপ কোনটি?

     ক. যৌবন         খ. শৈশব         গ. কৈশোর       ঘ. প্রৌঢ়ত্ব

৫.   সর্বশেষ আঙ্গুলযুক্ত প্রাণী কোনটি?

     ক. গরু         খ. বাঘ          গ. ছাগল           ঘ. মানুষ

৬। খেলাধুলা শুধুমাত্র—

     i. শারীরিক কসরত নয় ii. আনন্দ জড়িত থাকে 

     iii. পরাজয়ের বেদনাও জড়িত থাকে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii   ঘ. i,ii ও iii

৭.   কোনটি ওপর শারীরিক সুস্থতা নির্ভরশীল?

     ক. পরিশ্রম      খ. বিশ্রাম     গ. খেলাধুলা   ঘ. মানসিক  সুস্থতা

৮.   দৈহিক অবসাদ আসে কেন?

     ক. বেশি বেশি মানসিক পরিশ্রম করলে 

খ. বেশি বেশি শারীরিক পরিশ্রম করলে 

     গ. বেশি বেশি মানসিক পরিশ্রম নাকরলে 

     ঘ. বেশি বেশি বইপড়লে।               [চলবে]                                                                                        

উত্তরমালা : ১.খ ২.ক ৩.খ. ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.ঘ ৮.খ।

সর্বশেষ খবর