বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ

মো. আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ

১. সংখ্যা বাচক শব্দ- চার প্রকার

২. বাংলা ভাষার তারিখ বাচক শব্দ গুলোর প্রথম চারটি-হিন্দি ভাষার নিয়মে সাধিত হয়।

৩. সংখ্যা কাজে লাগে- গণনায়

৪. সংখ্যা গণনার মূল একক- এক

৫. ৯ একটি অঙ্ক বাচক সংখ্যা

৬. বারো- গণনা বাচক শব্দ

৭. ‘তেরো’ এর গুণবাচক শব্দ- ত্রয়োদশ্

৮. ‘দোসরা’ কোন ধরনের শব্দ- তারিখ বাচক

৯. ‘দ্বাদশ” শব্দটি- ক্রমবাচক শব্দ।

১০. আট ভাগের এক ভাগকে বলা হয়- এক অষ্টমাংশ

১১. ‘বচন’ অর্থ হলো- সংখ্যার ধারনা

১২. এক বচন ও বহু বচন ভেদে বিভক্তি গুলোর-

আকৃতিগত র্পাথক্য দেখা যায়।

১৩. যে যে পদের বচন বচন ভেদ হয়- বিশেষ্য ও সর্বনাম

১৪. ব্যাকরনের বিশেষ্য ও র্সবনাম পদের সংখ্যাগত ধারণা উপায়কে বলে- বচন

১৫. জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় বহুবচন বোধক শব্দ- পাল ও যূথ

১৬. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয়- মালা ও রাজি

১৭. ‘শৈবাল” শব্দের বহুবচন- শৈবালদাম

১৮. বচন ব্যাকরণের যে জাতীয় শব্দ- পারিভাষিক

১৯. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত শব্দ- সকল/কুল/সমূহ

২০. ‘রচনা’ শব্দটির বহু বচন- রচনাবলি

২১. যে প্রত্যয় নিদিষ্টতা বোঝায় তার নাম- পদাশ্রিত নির্দেশক

২২. বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি- Definite Article `The’ এর স্থানীয়

২৩. এক বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক- টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি

২৪. বহুবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক- গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি

২৫. নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলেতা- সুনির্দিষ্ট হয়ে যায়

২৬. নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় বোঝাতে ব্যবহৃত হয়-টো নির্দেশকটি

২৭. অনির্দিষ্টতাজ্ঞাপক বাক্য- পোয়াটাক দুধ দাও

২৮. পদাশ্রিত র্নিদেশেকের অপর নাম-পদাশ্রিত অব্যয়।

২৯.পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়- বচনভেদে

৩০. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের- শেষে যুক্ত হয়

৩১.‘সমাস’ মানে- সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ

৩২.অর্থ সমন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে বলে-সমাস।

৩৩.সমাস প্রধানত- ছয় প্রকার

৩৪. প্রধান সমাসগুলো হলো- দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস

৩৫. সমাসের রীতি- সংস্কৃত ভাষা থেকে আগত

৩৬. বিশেষণের সঙ্গে বিশেষ্যেরযে সমাস হয়- কর্মধারয়

৩৭. ব্যাস বাক্যের অপর নাম- বিগ্রহ বাক্য

৩৮. স্মৃতিসৌধ- মধ্যপদলোপী কর্মধারয় সমাস

৩৯. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে বলে- দ্বন্দ্ব সমাস

৪০. পূর্ব পদের বিভক্তি লোপে যে সমাস হয়- তৎপুরুষ সমাস

সর্বশেষ খবর