সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

উপন্যাস : কাকতাড়ুয়া

জ্ঞানমূলক প্রশ্ন

১।        উপন্যাস কী?

            উত্তর : সুনির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনি।

২।        ‘In Search of Lost Time - উপন্যাসটি কার লেখা?

            উত্তর : মার্সেল প্রুস্ত।

৩।        পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাসের শব্দসংখ্যা কত?

            উত্তর : বারো লাখের মতো।

৪।        লেভ তলস্তয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’-এর শব্দসংখ্যা কত?

            উত্তর : পাঁচ লাখ সাতাশি হাজারের মতো।

৫।        ইতালির বিখ্যাত নন্দনতাত্ত্বিক ঔপন্যাসিকের নাম কী?

            উত্তর : উমবার্তো একো।

৬।       কে সাত শব্দের এক বাক্যে রচিত একটি লেখাকে পৃথিবীর ক্ষুদ্রতম উপন্যাস বলে দাবি করেছেন?

            উত্তর : উমবার্তো একো।

৭।        উপন্যাস শব্দটির সংস্কৃত ব্যুত্পত্তি কীরূপ?

            উত্তর : উপ+নি+অস+অ = উপন্যাস

৮।        উপন্যাস কোন কালের সৃষ্টি?

            উত্তর : আধুনিক কালের।

৯।        জীবনের সমগ্রতা সাহিত্যের কোন শাখায় প্রতিফলিত হয়?

            উত্তর : উপন্যাসে।

১০।      সাধারণভাবে উপন্যাস কয়টি উপাদানের ভিত্তিতে গড়ে উঠেছে?

            উত্তর : ছয়টি।

১১।      উপন্যাসের প্রধান উপাদান কী?

            উত্তর : কাহিনি বা গল্প।

১২।      কোন উপন্যাসে গল্পের তেমন প্রাধান্য থাকে না?

            উত্তর : নিরীক্ষাধর্মী উপন্যাসে।

১৩।      উপন্যাসে উপস্থাপিত কাহিনিকে কী বলা হয়?

            উত্তর : আখ্যানভাগ (Plot)।

১৪।      উপন্যাসের দ্বিতীয় উপাদান কী?

            উত্তর : চরিত্র।

১৫।      উপন্যাসের তৃতীয় উপাদান কী?

            উত্তর : দৃশ্য/পরিবেশ।

১৬।     উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?

            উত্তর : ভাষা।

১৭।      উপন্যাসের লেখকের বলা কথাটিকে কী বলা হয়?

            উত্তর : জীবনদর্শন/জীবন ভাবনা।

১৮।      রবীন্দ্রনাথের পরে বাঙালির গৃহকাতরতা ও আবহমান পারিবারিক আবেগের ওপর ভর করে কে উপন্যাস লিখেছেন?

            উত্তর : শরৎচন্দ্র  চট্টোপাধ্যায়।

১৯।      শ্রেণিকরণ করলে বাংলাদেশের উপন্যাসকে কয়টি ভাগে ভাগ করা যায়?

            উত্তর : ৬টি।

২০।     সেলিনা হোসেনের আঞ্চলিক ও বিশেষ জীবনধারার উপন্যাসের নাম কী?

            উত্তর : পোকামাকড়ের ঘর বসতি।

২১।      ‘হাঙ্গর নদী গ্রেনেড’ সেলিনা হোসেনের কী ধরনের উপন্যাস?

            উত্তর : ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধভিত্তিক।

২২। সেলিনা হোসেনের লেখালেখির সূচনা কোন দশকে?

            উত্তর : ১৯৬০-এর দশকে।

 

২৩।     সেলিনা হোসেনের উপন্যাসে কী প্রতিফলিত হয়েছে?

            উত্তর : সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব-সংকটের সামগ্রিকতা।

 

২৪।     আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে সেলিনা হোসেন কোন পুরস্কার পেয়েছেন?

            উত্তর : সুরমা চৌধুরী আন্তর্জাতিক পুরস্কার (ভারত)।

২৫।     কাকতাড়ুয়া উপন্যাসটি কীসের পটভূমিতে রচিত?

            উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে।

২৬।     কার স্বাধীনতার আহ্বান বুধাকে উদ্দীপ্ত করেছে?

            উত্তর : বঙ্গবন্ধুর।

২৭।     ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে লেখিকার কোন জীবনভাবনার প্রকাশ ঘটেছে?

            উত্তর : অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও প্রতিশোধ গ্রহণ করতে হয়।

 

সর্বশেষ খবর