রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

মিজানুর রহমান : সিনিয়র শিক্ষক

১. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

উত্তর : বাংলাদেশ ২. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? উত্তর : সুন্দরবন ৩. পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? উত্তর : কক্সবাজার সমুদ্র সৈকত ৪. বাংলাদেশের সাগর কন্যা বলা হয় কাকে? উত্তর : কুয়াকাটা সমুদ্র সৈকতকে ৫. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? উত্তর : ৭১১ কি. মি

৬. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি : উত্তর : মোংলা সমুদ্র বন্দর ৭. মিয়ানমারের 

বাংলাদেশের বাণিজ্য পরিচালিত হয়? উত্তর : টেকনাফ স্থলবন্দর দিয়ে

৮. বাংলাবান্ধা স্থলবন্দর কোথায় অবস্থিত? উত্তর : পঞ্চগড় জেলায় 

৯. দক্ষিণ তালপট্টি দ্বীপ আয়তন কত? উত্তর : ৮ বর্গকিলোমিটার

১০. বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? উত্তর : কুতুবদিয়া দ্বীপ  ১১. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি? উত্তর : চট্টগ্রাম সমুদ্রবন্দর ১২. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?  উত্তর : মহেশখালী ১৩. রবিশঙ্কর কীসের জন্য বিখ্যাত?

উত্তর : সেতার বাদক ১৪. বাংলা একাডেমির মূল ভবনের সাবেক নাম কী? উত্তর : বর্ধমান হাউজ ১৫. বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? উত্তর : কুতুবদিয়া ১৬. বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? উত্তর : সায়েদাবাদ ১৭. লবণের দ্রবণে আঙ্গুল রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়? উত্তর : বহিঃঅভিস্রবন ১৮. ১৩তম এসএ গেমসে বাংলাদেশ কতটি স্বর্ণপদক অর্জন করে? উত্তর : ১৯টি, ৩টি রৌপ্য, ৯০টি ব্রোঞ্জ, সর্বমোট= ১৪২টি

১৯. বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের? উত্তর : দ্বিগুণ ৩৩. ১ ট্রিলিয়ন ২০. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কী কোন? উত্তর : সুক্ষèকোণ

২১. ৩,৫,৮,১০,১৮,২০........ ধারাটির পরবর্তী সংখ্যা কত? উত্তর : ৩৮

২২. ০-১ হতে কত বিয়োগ করলে বিয়োগফল কত হবে? উত্তর : -১

২৩. চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : কর্ণফুলী

২৪.  বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? উত্তর : নারায়ণগঞ্জ ২৫. বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান স্থলবন্দর কোনটি? উত্তর : বেনাপোল

২৬. ‘নিঝুম দ্বীপ’ কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তর : মেঘনা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর