গতকাল সোমবার ছিল হালের আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি তিনি কাটিয়েছেন গাজীপুরের টঙ্গির একটি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। এছাড়া পরীমণির জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলে এ আয়োজন। এখানে যোগ দেন পরীমণির পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ অন্যান্য সহকর্মী। জন্মদিন উপলক্ষে ভক্ত এবং তারকাদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। এ দিনে পরীমণির বিভিন্ন মুহূর্তের দৃশ্যগুলো তুলে ধরা হল:
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৬/হিমেল