চলতি বছরের শেষ ভাগে বলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আয়ের দিক দিয়ে এখনো শীর্ষস্থান দখল করে আছে সালমান খানের 'সুলতান' ছবিটি। এর পরেই আছে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি 'অ্যায় দিল মুশকিল'। ছবিটিতে অন্যান্যদের পাশাপাশি ছোট একটি চরিত্রে কাজ করেছেন সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই।
তার চরিত্রটির দৈর্ঘ্য ২০ মিনিটেরও কম। কিন্তু চরিত্রটির গভীরতা বেশি। দর্শকদের মতে মূল চরিত্র রণবীর-আনুশকাকেও ছাড়িয়ে গেছেন ঐশ্বরিয়া। সম্প্রতি ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন সালমান। এর উত্তরে ঐশ্বরিয়ার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ছবির পরিচালক করণ জোহর সালমানকে ধন্যবাদ দিয়েছেন।
শুধু সাবেক প্রেমিকা ঐশ্বরিয়ার ছবিই নয়, বন্ধু অজয় দেবগনকেও শুভকামনা জানিয়েছেন সালমান। 'অ্যায় দিল মুশকিল' ও অজয়ের 'শিবা' ছবিটি একই দিনে মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি 'শিবা' ছবিটির পরিচালনায় দায়িত্বেও আছেন অজয়।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/ফারজানা