Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৫৫
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৫৩

'রাজনীতি কখনই আমার আগ্রহের বিষয় ছিলো না'

অনলাইন ডেস্ক

'রাজনীতি কখনই আমার আগ্রহের বিষয় ছিলো না'
শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান ‘রইস’ ছবিতে এক অসাধু ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া একজন ধনী ব্যাক্তির চরিত্রে অভিনয় করেছেন। তবে তার এই নতুন ছবির মতো বাস্তবে এমন কোনো ইচ্ছে নেই এই বলিউড অভিনেতার।

সম্প্রতি এক সাক্ষাতকারে শাহরুখ বলেন, “আমি একজন অভিনেতা। এছাড়া আর কিছু আমি পারি না। রাজনীতি কখনোই আমার আগ্রহের বিষয় ছিলো না। আমি নায়ক, আর আপনাদের প্রিয় নায়ক হয়েই থাকতে চাই। কখনোই রাজনীতিতে আসতে চাই না।”

বলিউড অন্য দুই খান সালমান ও আমির-এর তিনশ কোটি রুপির ক্লাবের ঢোকার বিষয়টি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা তো খুবই আশার কথা যে আমাদের ইন্ড্রাস্টিতে ভালো ব্যবসা হচ্ছে। যদি তুলনার প্রসঙ্গ আসে তবে আমি বলবো, অন্য কেউ নয় বরং আকাশই আমার সর্বোচ্চ সীমানা। “

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “কারও সর্বশেষ ছবির আয় দিয়েই কি তারকাখ্যাতি পরিমাপ করা যায়? ‘দঙ্গল’ ও ‘সুলতান’ অনেক ভালো ব্যবসা করেছে কিন্তু ‘রইস’-এর অনেক সীমাবদ্ধতার জায়গা ছিলো। তাই সব ছবিকেই যে একই রকম ব্যবসা করতে হবে তাত কিন্তু নয়।”

উল্লেখ্য ‘রইস’ ছবিটি ইতোমধ্যেই ১০০ কোটির ঘরে নিজের জায়গা করে নিয়েছে।

 


বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬


আপনার মন্তব্য