চারবার জাতীয় পুরস্কার জিতেছেন। ঝুলিতে আছে দুটি অস্কার, দুটি গ্র্যামি অ্যাওয়ার্ডস, একটি করে বাফটা ও গোল্ডেন গ্লোব। 'বোম্বে', 'তাল', 'লগান' এর মতো ছবিতে কাজ করেছেন। এ আর রহমানকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।
কিন্তু নব্বইয়ের দশকে এ আর রহমান যখন বলিউডে ক্যারিয়ার শুরু করেন তখনকার পরিস্থিতি ছিল পুরোই ভিন্ন। বলিউডে না আসতে চেন্নাইয়ের বাসিন্দা এ আর রহমানকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল। বলা হয়েছিল, এখনো কেউ তাকে সাহায্য করবে না তিনিও বলিউডের কঠিন দেওয়াল ডিঙাতে পারবেন না।
তাকে বলিউডে আসতে নাম পরিবর্তনেরও পরামর্শ দেয়া হয়েছিল। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, 'আমাকে আমার নাম পরিবর্তনের জন্য বলা হয়েছিল। কিন্তু এখন সেসব শুধুই গল্প। সবাই আমাকে শেষ পর্যন্ত এ আর রহমান নামেই গ্রহণ করেছে, চিনেছে। ' সূত্র : দ্য নিউজ মিনিট
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা