'বিউটি সার্কাস' দ্বিতীয় পর্বের দৃশ্যধারণ মানিকগঞ্জে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির কাহিনী-চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মাহমুদ দিদার। এর আগে নওগাঁর সাপাহার উপজেলার সার্কাস প্যান্ডেলে ছবির কিছু দৃশ্যধারণ করা হয়।
সিনেমার গল্পটি গড়ে উঠেছে সার্কাসের মালিক ও প্রধান ম্যাজিশিয়ান বিউটিকে কেন্দ্র করে। যার রূপ আর জাদু প্রদর্শনীর কারিশমায় পাগল এলাকার তিন প্রভাবশালী ব্যক্তি। বিউটিকে নিজের করে পাওয়ার প্রতিযোগিতায় একসময় হুমকির মুখে পড়ে যায় পুরো সার্কাস টিম। কিন্তু কৌশলী বিউটি নিজ বুদ্ধির জোরে শেষ পর্যন্ত কাটিয়ে উঠেন সেই বিপদ। সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর যে টিকে থাকা তার গল্প ‘বিউটি সার্কাস’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান নতুন রূপে ধরা দিয়েছেন সার্কাসের বিউটি সেজে। ছবির নায়ক ‘রংলাল’ চরিত্রে অভিনয় করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন। এখানে পুরুষের ভূমিকাকে ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই উপস্থাপন করা হচ্ছে। সিনেমার উল্লেখযোগ্য চরিত্রে আরও অভিনয় করছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা