টাক মাথা বা চুল পড়ার সমস্যায় ভুগেন এমন মানুষের সংখ্যা অনেক। আর এ ক্ষেত্রে সাধারণ হোক কিংবা তারকা, পড়ন্ত চুলের সমস্যা সামলাতে হিমশিম খান সবাই। এ ক্ষেত্রে কেউ পরচুলের সাহায্য নেন। কেউবা আবার কৃত্রিম উপায়ে চুল গজানোর পদ্ধতি অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্টের সাহায্য নেন। বলিউডে এমন চিত্র হর হামেশাই দেখা যায়। কিন্তু সেই পন্থা অবলম্বন করতে গিয়ে বিপাকে পড়ছেন এক পাকিস্তানি অভিনেতা।
সাইদ সাজিদ হাসান নামের ওই অভিনেতার পাকিস্তানে বেশ নাম-ডাক রয়েছে। সেক্ষেত্রে তার টাক মাথা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তবুও নিজেকে পর্দায় ভাল দেখাতে কার না ইচ্ছে করে?
বহুদিন ধরেই অভিনেতাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিতে বলছিলেন পরিচিত এক ডাক্তার। তাঁর কথাতে শেষে সম্মতি দিয়ে ফেলেন। আর সেটাই কাল হল অভিনেতার জীবনে।
হেয়ার ট্রান্সপ্লান্টের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন হাসান। তাঁর মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। টানা জ্বরে ভোগেন অভিনেতা। অভিযোগ, নিজের অসুস্থতার কথা ডাক্তারকে জানিয়েছিলেন তিনি। কিন্তু ডাক্তার কেবলই বলতে থাকেন, তা এমন কোনও ব্যাপারই নয়। সুস্থ হয়ে যাবেন বর্ষীয়ান পাকিস্তানি অভিনেতা।
কিন্তু সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হতে শুরু করেন হাসান। শেষে তিনি অন্য এক বিশেষজ্ঞের কাছে যান। তাঁর কাছেই জানতে পারেন মাথায় ইনফেকশন হয়ে গিয়েছে। তা সারতে কতটা সময় লাগবে এখনই বোঝা যাচ্ছে না। শরীরে ব্যথা তো রয়েছেই এই ইনফেকশনের জন্য কাজও বন্ধ অভিনেতার। বাড়ির লোকেরাও টেনশনে রয়েছেন। নিজের এই অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন হাসান। যাতে তাঁর অবস্থা সকলেই দেখতে পারেন, আর তা থেকে শিক্ষা নিতে পারেন।
বিডিপ্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান