ভালোবাসা দিবস উপলক্ষে দর্শক মাতাতে আসছেন সিয়াম আহমেদ ও সাফা কবির। 'তবুও ভালোবাসি’ নামের একটি নাটকে জুটি বেঁধেছেন তারা। এ কে এম মাহাফুযুল আলম অনিকের গল্পে নাটকটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ।
একজোড়া তরুণ তরুণীর ভালোবাসার গল্প ফুটে উঠবে নাটকটিতে। বাংলাভিশনের পর্দায় আগামী ১৪ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় প্রচারিত হবে 'তবুও ভালোবাসি'।
গত বছরে মাঝামাঝি 'মিথ্যে গল্প' শিরোনামের একটি মিউজিক ভিডিওর জন্য প্রথমবারের মতো জুটি বাঁধেন সাফা-সিয়াম। গানের কথা, সুর আর কম্পোজিশন করেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী আর ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। প্রথমবার জুটি বেঁধেই সাফল্য পায় সাফা-সিয়াম জুটি।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা