প্রথম বলিউড ছবি হিসেবে রাশিয়ার বাজার দখল করতে যাচ্ছে সালমান-ক্যাটরিনা অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়'। ছবিটি রাশিয়ার ৭০ প্রেক্ষাগৃহে আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। তবে ছবিটিতে নতুন করে রাশিয়ান ভয়েসওভার দেয়া হবে।
আলী আব্বাস জাফর পরিচালিত 'টাইগার জিন্দা হ্যায়' ছবিটি সালমানের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। বক্স অফিসে এ পর্যন্ত ৩৩৯ কোটি রুপি আয় করেছে ছবিটি। এবার রাশিয়াতেও মুক্তি পাচ্ছে জেনে খুশি সালমান। এক বিবৃতিতে তিনি জানান, এ বছর আরো বেশি সাফল্য আসছে।বেশি বেশি ছবি সফল হচ্ছে, ব্লকবাস্টার হচ্ছে। এতে আমাদের বাজার আরও বেশি সম্প্রতিসারিত হবে এবং আরও বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে।
৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার-সোনম কাপুর-রাধিকা আপতের 'প্যাডম্যান' ছবিটি। 'টাইগার জিন্দায় হ্যায়' ছবির পর এ ছবিটিও রাশিয়ায় মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা