বলিউড অভিনেত্রী জেরিন খান সম্প্রতি সমকামী নারীর চরিত্রে অভিনয় করেছেন। ওটিটি মুক্তি পাওয়া হামভি একেলে তুমভি একেলে নামের একটি সিনেমায় প্রথমবারের মতো ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এই ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে জেরিন জানিয়েছেন, সিনেমাটিতে অভিনয় করার প্রথম ধাপেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। আগে যা যা কাজ করেছেন অভিনেত্রী, তার ইতিহাস খুব একটা ভালো নয়। আর সেজন্য সিনেমাতে সুযোগ পাওয়াটা সহজ নয় তার। কিন্তু অডিশন দেওয়ার পরে তাকে ফেরাতে পারেননি নির্মাতারা।
একবারের জন্যও জড়তা কাজ করেনি তার মধ্যে জানিয়ে অভিনেত্রী বলেন, ছোট থেকেই আমার মধ্যে নারীসুলভ আচরণ কম ছিল। সব সময়ে বলা হয়েছে, সেটা শুধরানো উচিত। কিন্তু সে আচরণই আজ অভিনয় করার সময়ে সাহায্য করলো।
বিডি-প্রতিদিন/শফিক