করোনাকালেও বক্স অফিস আয়ে রেকর্ড গড়েছে জেমস বন্ড সিরিজের ২৫ তম সিনেমা ‘নো টাইম টু ডাই’। ফোর্বসের সর্বশেষ হিসাব অনুযায়ী, সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬০০ মিলিয়ন ডলারে।
বন্ড হিসেবে ‘নো টাইম টু ডাই’ ড্যানিয়েল ক্রেইগের শেষ ছবি। ছবিটির জন্য প্রচুর প্রশংসা পাচ্ছেন তিনি। অনেকেই বলছেন, এটি তার ক্যারিয়ারের সেরা ছবি।
‘নো টাইম টু ডাই’ ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিল ২৫০ মিলিয়ন ডলার। ছবিটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুঙ্গা।
বিডি প্রতিদিন/ফারজানা