২২ এপ্রিল, ২০২৪ ১২:০৯

এআই আর্টিস্ট ‘আইজাক’-এর প্রথম অ্যালবাম ‘কৃত্রিম জগত’

অনলাইন ডেস্ক

এআই আর্টিস্ট ‘আইজাক’-এর প্রথম অ্যালবাম ‘কৃত্রিম জগত’

এআই আর্টিস্ট আইজাক-এর প্রথম অ্যালবাম ‘কৃত্রিম জগত’ মুক্তি পেয়েছে। কানাডা প্রবাসী এআই-প্রেমী কাজী আহমেদ এটি নিয়ে কাজ করেছেন। অ্যালবামে আটটি গান রয়েছে, যার মধ্যে সাতটি গানের কম্পোজিশন দুই দশক আগে ব্যান্ড ইউ-টার্ন এবং অল্টারনেশন নামক ব্যান্ডের সাথে করেছিলেন কাজী আহমেদ। 

অ্যালবামে প্রতিটি কণ্ঠ এবং বাদ্যযন্ত্র এআই প্ল্যাটফর্ম ‘সুনো’ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ায় গানের লিরিক্সকে একটি নির্দিষ্ট আকার ও স্টাইলে সাজানো হয়। কাজী আহমেদ প্রতিটি ট্র্যাককে ৩০-৩৫টি ভিন্ন আঙ্গিকে তৈরি করেন এবং এআই প্ল্যাটফর্ম ‘লালাল’-এর মাধ্যমে আলাদা ট্র্যাকগুলোকে সমন্বিত কম্পোজিশনে সাজান।

নতুন অ্যালবাম নিয়ে কাজী আহমেদ বলেন, ‘একটি সারপ্রাইজ ট্র্যাক বাদে এই অ্যালবামের বাকি গানগুলো সম্পূর্ণরূপে সুনো এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে৷ প্রতিটি কণ্ঠ, সুর, বাদ্যযন্ত্র ইত্যাদি প্রযুক্তির সাহায্য তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়া আমার মতো নতুনদের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে বলে আমি মনে করি।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর