যাচ্ছিলাম উত্তরায়...
রাস্তায় ব্যাপক ট্রাফিক, তার উপর আবার পরদিন হরতাল... ড্রাইভার ক্যান্টনমেন্টের রাস্তা ধরল... ক্যান্টনমেন্টে আমার এক বোনের বাসা... জাহাঙ্গীর গেটে আটকাতেই ড্রাইভার কর্মরত অফিসারকে সেই বোনের বাড়ির ঠিকানা দিয়ে বলল সেখানে যাচ্ছি...
নিষাদ অবাক হয়ে প্রশ্ন করলো "মা আমরা কি লুনা খালামনির বাসায় যাচ্ছি..?"
আমিঃ না মা... আমরা তানিয়া আনটির বাসায় যাচ্ছি...
নিষাদঃ তাইলে মুকুল মামা (ড্রাইভার) লুনা খালামনির বাসার কথা বলল কেন..?
আমিঃ (থতমত) মা, ঐটা দুষ্টামি করে বলেছে...
নিষাদঃ কিন্তু এটা তো মিথ্যা কথা... আর মিথ্যা বলা ব্যাড ম্যানার...
আমি অনেকক্ষণ কোনও কথা খুঁজে পেলাম না...
একসময় বললাম "বাবা সরি..."
ড্রাইভারকেও বললাম এরকম কাজ আর না করতে...
বুঝলাম আমার ছোট্ট নিষাদ বড় হয়ে যাচ্ছে... কোনটা গুড আর কোনটা ব্যাড ম্যানার ও সেটা বুঝতে চেষ্টা করে... ওর কাছ থেকে আমিও বুঝি...
গত কয়েকদিনে ওর সাথে আমার কথোপকথন...
নিষাদঃ মা... নিনিতের নেক্সট বার্থডে কেকটা কিন্তু আমার টাকা দিয়ে কিনবা... ওকে...
আমিঃ ওকে...
(বলাবাহুল্য ওর বিভিন্ন সময়ে জমানো ৪৮০০ টাকা যা কখনই কমেনা বলে ওর ধারণা)
আরেকদিন...
নিষাদঃ মা... কোনও দুষ্টু লোক যদি তোমাকে বিরাক্ত (ছোটবেলা থেকেই বিরক্ত কে 'বিরাক্ত' বলেন তিনি ) করে.., তাইলে আমাকে বলবা... আমি তোমাকে প্রোটেক্ট করব...
আমিঃ অবশ্যই বাবা... তুমি ছাড়া আর কে আমাকে দুষ্টু মানুষের হাত থেকে বাঁচাবে..!
আজ আমার জান বাচ্চাটার আট বছর হয়ে গেল...
আআআআআট...!!!
ওর দিকে তাকাই আর ভাবি, আমি এই সুপার সাহসী বাচ্চাটার মা..!!!
হ্যাপি বার্থডে হুমায়ূন আহমেদের ট্যানটা বাবা আর আমার ময়না পাখি নিষাদ...
অনেএএএক বড় হও ... এতো বড় যেন সত্যিই তুমি আমাকে আর তোমার ছোট্ট ভাইয়াকে প্রোটেক্ট করতে পারো...
আমি আর দুষ্টু নিনিত তোমাকে অনেক ভালোবাসি...
আর বাবাতো বাসেই...
"ঘটনা বিরাট...
নিষাদ এখন আট..."
(ফেসবুক থেকে সংগৃহিত)
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা