'ধোনির রাঁচির বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ক্রিকেট দলের ব্যর্থতায় সমর্থকদের উন্মত্ততা উপমহাদেশে নতুন কিছু নয়। তাই অঘটন থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সতর্ক রয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ম্যাচ হারের পর ধোনি স্বীকারও করেছেন, ‘দিনটি আমাদের ছিল না। অস্ট্রেলিয়া ব্যাটে-বলে দাপটের স্বাক্ষর রেখে ফাইনালে গেছে। আমরা সবদিকেই ব্যর্থতার পরিচয় দিয়েছি।’'
ফ্যানদের নিয়ে ভয়। এরা যে কোনও সময় যে কোনও কিছু ঘটিয়ে ফেলতে পারে। মনে আছে রবার্ট ডি নিরোর 'দ্য ফ্যান' ছবিটির কথা? অথবা স্টিভেন কিংএর লেখা রব রেইনারের 'মিজেরি' ছবিটা?
ফ্যানরা হেন কাজ নেই যে না করতে পারে। তারা খুনও করতে পারে। ছবিটবির কথা বাদ দিই, বাস্তবের কথাই বলি। অনেক খোলোয়াড়ই এ যাবৎ ফ্যান দ্বারা খুন হয়েছেন। ফ্যান শব্দটি থেকে এসেছে ফ্যানাটিক। ফ্যানাটিক মানে কী. তা নিশ্চয়ই সবাই জানেন। মৌলবাদী, অন্ধবিশ্বাসী। ফ্যানরা চায় তারা যাদের ফ্যান, তারা যে করেই হোক জিতুক। জিততেই হবে তাদের। পরাজয় সহ্য করা যাবে না। অন্ধবিশ্বাসীদের বিশ্বাস নেই। আজ তুমি ভালো খেলেছো, তোমাকে মাথায় তুলে নাচবে। কাল তুমি খারাপ খেলবে, তোমাকে জুতো ছুড়বে, তোমাকে জবাই করবে। ফ্যানদের বিশ্বাস করেছো তো মরেছো।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)