সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোল। যেখানে পরম নির্ভরতায় মুখ গুজে প্রত্যেকটি শিশু। এবার সেই মায়ের কোলে পরম নির্ভরতা মাথা রেখেছে ছোট্ট আরহাম। বলছিলাম বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের ছেলে আরহামের কথা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবাল। যেখানে দেখা গেছে, মায়ের কাঁধে মাথা রেখেছে ছোট্ট আরহাম। মা যেমন ছেলেকে পরম মমতায় আগলে রেখেছেন, তেমনি ভালোবেসে মাকে জড়িয়ে ধরেছে আরহাম ইকবাল খান। ছোট্ট ছেলের কাছ থেকে এমন আলিঙ্গন পেয়ে বেজায় খুশি আয়েশাও।
খুশির এই মুহূর্তটি ইন্সটাগ্রামে শেয়ার করে তামিম পত্নী লেখেন, ‘ছোট কারও থেকে বড় আলিঙ্গন পাওয়াতেই সুখ।’
ছবিটি তামিম পুত্রের প্রথম জন্মদিনের। গেল ২৮ ফেব্রুয়ারি দুই বছরে পা দিয়েছেন তামিম ইকবালের একমাত্র ছেলে আরহাম ইকবাল খান। প্রথম জন্মদিনের পর প্রায় ছয় মাস পার হয়ে গেলেও রেশটা এখনও রয়ে গেছে মায়ের মনে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ছেলের প্রথম জন্মদিন পালনের ছবি পোস্ট করতে দেখা যায় তামিম পত্নীকে।
ছোটবেলা থেকেই চেনা-জানার পর ২০১৩ সালের ২২ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তামিম-আয়েশা জুটি। এরপর ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তামিম-আয়েশা দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান আরহাম ইকবাল খান।
বিডিপ্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৭/ ই জাহান
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        