আইএস এর আত্মঘাতী বোমারু হিসেবে নাম এসেছে কানাডীয়ান বাংলাদেশি তরুণ তাবিরুল হাসিবের। মার্কিন গোয়েন্দা সংস্থার এই তথ্যের সূত্র ধরে ঘটনাটি এখন আন্তর্জাতিক মিডিয়ায়।
বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান তরুণের আইএস যোগ দেওয়ার খবর এর আগেও কানাডার মিডিয়ায় আলোচিত হয়েছে। কোনো কোনো পরিবারের দিকে আরসিএমপি নিয়মিত যে নজর রাখছে- এই তথ্যও আমাদের জানা। বাংলাদেশিদের পরিচালিত একটি মসজিদ থেকে এদের কেউ কেউ রিক্রুটেড হয়েছে বলে আরসিএমপির সূত্রের বরাতে কানাডার মিডিয়া রিপোর্টও করেছিলো।
কানাডায় বসবাসরত বাংলাদেশিদের বিষয়টা নিয়ে যথেষ্ট ভাববার আছে।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
লেখক: টরন্টোর বাংলা পত্রিকা 'নতুনদেশ' এর প্রধান সম্পাদক
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        